২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : অতিথির স্মৃতি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩২। উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন বিষয়গুলো বুঝতে পারি-
ক) সকল সৃষ্টিই একে অন্যের ওপর নির্ভরশীল
খ) প্রাণীরাও মানুষের মতো আনন্দিত হয়
গ) প্রাণীরা কেবল খাবার গ্রহণের মাধ্যমেই বেঁচে থাকে না
ঘ) প্রাণীদের প্রতিও ক্ষমাশীল হওয়া উচিত
৩৩। পরদিন কখন লেখক দেখেন গেটের বাইরে কালকের অতিথি দাঁড়িয়ে রয়েছে।
ক) সকালে
খ) দুপুরে
গ) বিকেলে
ঘ) রাতে
৩৪। ‘অতিথির স্মৃতি’ গল্পটি-
ক) আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত
খ) আমাদের বাস্তব জীবনের সাথে কল্পনামিশ্রিত
গ) আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কহীন
ঘ) আমাদের বাস্তব জীবনের সাথে দৈনন্দিন ঘটনা সম্পর্কিত
৩৫।‘অতিথির স্মৃতি’ গল্পে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের-
ক) মমতা
খ) নিমর্মতা
গ) নিষ্ঠুরতা
ঘ) দয়া
৩৬। ‘অতিথির স্মৃতি’ গল্পটিতে নিন্মলিখিত বাক্য পাওয়া যায়-
i) অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে
ii) তার উৎসাহই সবচেয়ে বেশি
iii) গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনে আচ্ছন্ন করেছে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) ii ও iii
গ) ii ঘ) i, ii ও iii
উত্তর : ৩২. ক, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ক, ৩৬. খ।


আরো সংবাদ



premium cement